প্রতিষ্ঠাতার বাণী
গ্রাম পর্যায়ে অর্থবহ টেকসই শিক্ষা ব্যবস্থার সুযোগ না হলে জাতীয় পর্যায়ে মেধা সংগ্রহ ও কার্যকরী ভূমিকা পালনকারী দক্ষ মানবসম্পদ গঠন সম্ভব নয়। এই উদ্দেশ্যে ইউনাইটেড ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় এবং বিডিএডুকেশনের সার্বিক পরিচালনায় শামুরবাড়ি গ্রামে ইউনুছ খান মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। অত্র কলেজটি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় অবস্থিত। এখানে একাদশ-দ্বাদশ শ্রেণিতে NCTB অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আধুনিক কম্পিউটার ল্যাবের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষাও এখানে দেওয়া হবে। তাছাড়া এই কলেজের একটি অনন্য বৈশিষ্ট হবে স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করা এবং এই উদ্দেশ্যে অদূর ভবিষ্যতে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে হেলথ কার্ড প্রদান করা হবে। ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের পারিবারিক মূল্যবোধ এবং বন্ধন সুদৃঢ় করার ব্যাপারে এই কলেজ সবসময় সচেষ্ট থাকবে। ছাত্র-ছাত্রীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন, দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাই হবে আমাদের ব্রত। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
শুভেচ্ছান্তে
ফরিদুর রহমান খান
প্রতিষ্ঠাতা, ইউনুছ খান মেমোরিয়াল কলেজ
ট্রাস্টি, ইউনাইটেড ট্রাস্ট